১৯৭১ সালে বাংলাদেশে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে বাংলা দামাল ছেলেরা । এই প্রতিরোধ করার জন্য বহু ভাবে পরিকল্পনা প্রতিরোধ বাহিনীর প্রথম পরিকল্পনা হিসাবে মধুপুর বাজারের উপর দিয়ে বহমান নবগঙ্গা নদীর উপর দিয়ে তৈরি ব্রিজটি তারা বোম দিয়ে উড়ায়ে দেয়া। ব্রিজটি উড়ায়ে দেওয়ার কারণ হচ্ছে যে হানাদার বাহিনী যাতে গাড়ি নিয়ে দক্ষিণ অঞ্চল থেকে পূর্ব, পশ্চিম ও উত্তর অঞ্চলে সহজে প্রবেশ করতে না পাবে। কারন সহজে যাতায়াতে জন্য মধুপুর বাজারের উপর দিয়ে রাস্তাটি ছিল একমাত্র রাস্তা । হানাদার বাহিনী পূর্ব, পশ্চিম ও উত্তর অঞ্চলে প্রবেশ করতে ব্যর্থ হয় ঠিকি কিন্তু প্রবেশের সময় যখন হানাদার বাহিনী দেখে ব্রিজটি ভাঙ্গা তখন গাড়ি থেকে নামতেই হানাদার বাহিনী গোলা-গুলি শুরু করে। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল নিজ নেতৃত্ব এই সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে দুৎসাহসীকতা হিসাবে নিজ হানাদার বাহিনীর সাথে মুখো-মুখি সশস্ত্র যুদ্ধোশুরু করে। এই সশস্ত্র যোদ্ধের সয়ম বাংলা অনেক দামাল ছেলে শহীদ হয়। হানাদার বাহিনী সকল সেনাকে দেশের পূর্ব, পশ্চিম ও উত্তর অঞ্চল প্রবেশের যে পরিকল্পনা ছিল তা থেকে প্রতি হত করেন। এই সশস্ত্র প্রতিরোধ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালও শহীদ হন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS