Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

গোপালশাহ ফকির (১৮৮২-১৯৬০)

 

ফকির গোপালশাহ একজন সাধক এবং কবিরাজ ছিলেন। বিভিন্ন সাধনার মাধ্যমে তিনি অনেক অলোকিক জ্ঞান অর্জন করেন। তার জীবদ্দশায় অনেক ভক্ত তিনি রেখে গেছেন। লোকমুলে শোনা যায় তিনি বাঘ এবং সিংহের পিঠে চড়ে ঘুড়ে বেড়াতেন।তার বিভিন্ন আধ্যাতিক কারনে তার নিজ বাড়িতে প্রতি বছর জিকির মাহফিলের আয়োজন করা হত। সেখানে দেশের দুর দুরাস্ত থেকে অনেক মানুষ আসত। তার কাছে মানুষের অনেক রোগমুক্তি কারনে তাকে  জন্যেসবাই ফকির উপাধী দেই।

বাল্যকালে পিতৃহারা হওয়ায় তিনি হয়ে ওঠেন ভবঘুরে। আর্থিক অসচ্ছলতার কারণে গোপাল শাহের লেখাপড়া শেখা সম্ভব হয়নি। পিতার মৃত্যুর পর গোপাল শাহ  চাপড়ী থেকে গ্রামে কিছুকাল অবস্থান করেন। তার নিজের লেখা অনেক জিকির আছে যা মানুষ আজও সেই জিকিরের মাধ্যমে সাধনা করে। তার বাড়িতে এখনো প্রতি বছর জিকির মাহফিলের আয়োজন করা হয়।